অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা আটক
ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা তৌসিফ হোসেনকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান জাগো নিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) একটি অজ্ঞাত ই-মেইল থেকে পাঠানো বার্তায় ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। ওই ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় একটি জিডি দায়ের করা হয়েছিল।
এআর/জেইউ/এআরএস/এমএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ