ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গুলশান লেকপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২৩ এপ্রিল ২০১৭

রাজধানীর শাহজাদপুর-বারিধারা সংযোগ সড়কের গুলশান লেকপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযাগ শুরু হয়েছে।

avijan

জনসাধারণের চলাচল উন্মুক্ত করতে এ অভিযান চলছে। দীর্ঘদিন ধরে এই রোডটির লেকপাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল দখলদাররা। এলাকার যানজট নিরসনে এলাকাটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন।

এদিকে এই লিঙ্ক রোডে মরিয়ম টাওয়ারসহ বেশ কয়েকটি বড় ভবনও নির্মাণ করা হয়েছে। এসব ভবন ভাঙার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি কর্তপক্ষ।

anisul

অভিযানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মেয়র আনিসুল হক, রাজউক চেয়ারম্যান বজলুর রহমান চৌধুরী উপস্থিত রয়েছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

শাহেদ শফিক/এমএম/জেডএ/এমএস

আরও পড়ুন