ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : মোজাম্মেল হক

প্রকাশিত: ০২:৩৬ এএম, ২৩ এপ্রিল ২০১৭

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, পহেলা বৈশাখের সর্বজনীনতার মাঝে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা নিহিত রয়েছে। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে চলতে পারব।

শনিবার (২২ এপ্রিল) বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক-রাজনৈতিক বৈষম্য নয়, বাঙালি সংস্কৃতি যেন বিশ্ব থেকে হারিয়ে যায় সেজন্য সব চেষ্টা করেছিল পাকিস্তান।  বাংলদেশ স্বাধীন হয়েছিল বলেই বাঙালি সংস্কৃতি আজ স্বমহিমায় বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময়  তিনি  প্রবাসী বাঙালিদের সন্তানদের  বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশি দূতাবাসগুলোকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান ।

বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও  সংসদ সদস্য একেএম  শাহজাহান কামাল, স্বপন ভট্টাচার্য, বেগম কামরুল লাইলী জলি, আশেক উল্লাহ রফিকসহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চীনে অধ্যয়নরত বাঙালি ছাত্র-ছাত্রী এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যয়নরত চীনা ছাত্র-ছাত্রীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এমএসএস/জেডএ/এমএস

আরও পড়ুন