‘গ্রিক মূর্তি’ অপসারণে চরমোনাই পীরের আলটিমেটাম
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ‘গ্রিক মূর্তি’ অপসারণে আলটিমেটাম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পবিত্র রমজান শুরু হওয়ার আগেই এই ‘গ্রিক মূর্তি’ অপসারণের আলটিমেটাম দিয়েছেন। মে মাসের ২৮ তারিখ থেকে পবিত্র রমজান শুরু হওয়ার কথা রয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এই আলটিমেটাম দেন।
এসময় তিনি এই ‘গ্রিক মূর্তি’ এ সময়ের মধ্যে অপসারণ না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মূর্তি অপসারিত না হলে ১৭ রমজান সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ঈদের পর সুপ্রিম কোর্ট ঘেরাও করে দুর্বার অন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও ওই মূর্তি অপসারণ করব।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা ছিল ইসলামী আন্দোলনের। অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
জেডএ/এমএস