ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হাজিরা দিতে পারবেন না ‘অসুস্থ’ মুসা

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

শারীরিক ‘অসুস্থতার’ কারণে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে সশরীরে উপস্থিত না হওয়ার আর্জি জানিয়েছেন ধনকুবের প্রিন্স মুসা বিন শমসের। বুধবার শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বরাবর এ বিষয়ে একটি চিঠি দেন মুসা।application

সশরীরে উপস্থিত হওয়ার জন্য মহাপরিচালকের কাছে তিন মাসের সময় চেয়েছেন তিনি। চিঠির অনুলিপি পাঠিয়েছেন অধিদফতরের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তাকে।

এ বিষয়ে অধিদফতরের ডিজি ড. মইনুল খান জাগো নিউজকে জানান, মুসা বিন শমসের আমাদের কাছে রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। সঙ্গে ডাক্তারি সার্টিফিকেট পাঠিয়েছেন। আমরা ডাক্তারের দেয়া সার্টিফিকেটগুলো যাচাই-বাছাই করছি। এরপরই সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ গুলশান-২ এর রোড নম্বর ১০৪, হাউস ৮ এর বাড়িতে অভিযান চালিয়ে রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দারা। সরকারের প্রায় আড়াই কোটি টাকা শুল্ককর ফাঁকি দিয়ে তিনি গাড়িটি ব্যবহার করছিলেন। শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্রে বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা দফতরে হাজির হওয়ার কথা মুসার।

এআর/এএইচ/ওআর/এমএস

আরও পড়ুন