ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জনগণ ‘সিটিং সার্ভিস’ চাইলে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৯ এপ্রিল ২০১৭

বাস মালিক সমিতির সঙ্গে বিআরটিএ কর্মকর্তাদের জরুরি বৈঠকে রাজধানীতে আরও ১৫ দিন ‘সিটিং সার্ভিস’ চলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ ১৫ দিন পর জনগণ যদি ‘সিটিং সার্ভিস’ চান তাহলে নতুনভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ‘সিটিং সার্ভিস’ চালু হলে জনগণ যদি উপলব্ধি করেন যে, সিটিং সার্ভিস চালু রাখা দরকার তাহলে নতুন করে ভাবা হবে। তবে সরকারকে অবশ্যই আইনে বৈধতা দিতে হবে।

তিনি বলেন, গত কয়েকদিন একটি বাস প্রতিষ্ঠান তাদের প্রায় পৌনে দুইশ বাস বন্ধ রেখেছিল। এমন তথ্য আমরা পেয়েছি। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০ শতাংশ বাস বন্ধ ছিল। কারণ, ড্রাইভারের লাইসেন্স সমস্যা, বাসে ভামপার থাকায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ভয় ও বাস মেরামতসহ নানা কারণে এসব বাস বন্ধ ছিল।

এ সময় আগামী ১৫ দিন ‘সিটিং সার্ভিস’ বাসে অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্য অনুরোধ করেন তিনি।

এর আগে বিকেলে তেজগাঁও এলেনবাড়ি বিআরটিএ অফিসে বাস মালিক সমিতির সঙ্গে বিআরটিএ কর্মকর্তাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিআরটি’র চেয়ারম্যান মশিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ পরিবহন মালিক ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এআর/আরএস/এএইচ/জেআইএম

আরও পড়ুন