ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিটিং-লোকাল নির্ধারণে বৈঠক শুরু

প্রকাশিত: ১১:১১ এএম, ১৯ এপ্রিল ২০১৭

রাজধানীর চলমান পরিবহন সঙ্কট ও যাত্রীদের ভোগান্তি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পরিবহন মালিকরা। বুধবার বিকেল পৌনে ৫ টায় তেজগাঁও এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিআরটি’র চেয়ারম্যান মশিয়ার রহমানসহ পরিবহন মালিক ও মালিক সমিতির নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

এছাড়া বৈঠকে বাস ও মিনিবাস চলাচলের নিয়মনীতি নির্ধারণ করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে গত ৪ এপ্রিল গণপরিবহনের ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলা’ ঠেকাতে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সিদ্ধান্ত অনুযায়ী ১৬ এপ্রিল থেকে আংশিক বন্ধ হয় কথিত সিটিং সার্ভিস। তবে লোকাল সার্ভিসেও ভাড়া নেয়া হচ্ছিল সিটিং সার্ভিসের মতোই।

এএস/জেএইচ/ওআর/এমএস

আরও পড়ুন