ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মেডিকেলে ভর্তি পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৭ আগস্ট ২০১৪

কোন কর্তব্য বলে স্বাস্থ্য অধিদফতর মেডিকেল ভর্তি কার্যক্রম পরিচালনা করে তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। একই সঙ্গে স্বাস্থ্য অধিদফতর যেন মেডিকেল ভর্তি কার্যক্রম পরিচালনা করতে না পারে সে মর্মে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। আবেদনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিচালকসহ সংশ্লিষ্ট পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

ইউনুস আলী জানান, মেডিকেল ও ডেন্টাল আইনে বলা আছে, মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি কার্যকম পরিচালনা করবে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল। এ ছাড়া জাতীয় শিক্ষানীতিতে বলা আছে- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মেডিকেলের ভর্তি পরীক্ষা নেবে। কিন্তু আইন অমান্য করে স্বাস্থ্য অধিদফতর মেডিকেলের ভর্তি পরীক্ষা নিচ্ছে। তাই এ রিটটি দায়ের করা হয়েছে।