ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নেপালে বাংলাদেশের ত্রাণবাহী বিমান

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সেনাবাহিনীর ছয়টি মেডিকেল টিম ও বিভিন্ন ধরনের ১০ টন ত্রাণ সামগ্রী নিয়ে নেপালে গেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান।

রোববার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে বিমানটি নিরাপদে পৌঁছেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, ত্রাণ সামগ্রী নিয়ে গমনকারী বিমানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনাবাহিনীর ছয়টি চিকিৎসক দল এবং বিমানবাহিনীর ক্রুসহ মোট ৩৪ জনের একটি প্রতিনিধি দল, ১০ টন ত্রাণ সামগ্রী যেমন বিভিন্ন ধরনের ওষুধ, তাঁবু, শুকনা খাবার (টিনজাত বিস্কুট), পানি ও বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমানযোগে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে।

প্রসঙ্গত, ত্রাণ সামগ্রী হস্তান্তর প্রক্রিয়া শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি দেশে প্রত্যাবর্তন করবে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি চিকিৎসক দল নেপালে অবস্থান করে ভূমিকম্পে আহত/অসুস্থ ব্যক্তিবর্গকে চিকিৎসা সেবা প্রদান করবে এবং কাজ শেষে বাংলাদেশে ফেরত আসবে।

বিএ/আরআইপি