বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে আগ্রহী রাশিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি বিশেষ করে চিকিৎসক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার লেলিনগ্রাদের গভর্নর অবলাস্ট আলেকসান্দর দ্রজদেনকো।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। এর আগে স্থানীয় সময় শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গভর্নর ম্যানশনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে অবলাস্ট এ আগ্রহের কথা জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ইউরোপের বিভিন্ন দেশে নানা ধরনের পণ্য যেমন ফার্মাসিউটিক্যালস, সমুদ্রগামী জাহাজ, চামড়াজাত পণ্য, চা বিশেষ করে জৈবিক চা, আলু এবং সুগন্ধি চাল রফতানি করে। যা ইউরোপীয় দেশগুলোতে বেশ জনপ্রিয়। রাশিয়াতেও এসব রফতানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
বৈঠকে উভয়পক্ষের মধ্যে যৌথভাবে জাহাজ নির্মাণ শিল্পসহ মাঝারি ধরনের ফিশিং ট্রলার নির্মাণ বিষয়ে আলোচনা হয়েছে।
জেপি/এমএমএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ২ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৩ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৪ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৫ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি