ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিটি নির্বাচন : মোবাইলে লেনদেন বন্ধ

প্রকাশিত: ১১:১২ এএম, ২৭ এপ্রিল ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মোবাইলে সবধরণের লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মূখপাত্র এ.এফ.এম. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধে এখন থেকে (সোমবার বিকেল) ‍ আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ে লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করা হলো।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।

এর আগে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তে অবৈধ লেনদেন ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএ/আরএস