মেয়রের দুই বছর পূর্তিতে সাজবে ঢাকা দক্ষিণ : নীরব উত্তর
দায়িত্ব গ্রহণের তৃতীয় বছরে পা দিতে যাচ্ছেন ঢাকার দুই মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও আনিসুল হক। আগামী ২৮ এপ্রিল নগরভবনে তাদের দুই বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটিতে সাজসজ্জাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে ডিএসসিসি। তবে এনিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো উদ্যোগ নেই।
ডিএসসিসি সূত্র জানিয়েছে মেয়রের দুই বছর পূর্তি উপলক্ষ্যে পুরো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আলোকসজ্জাসহ বর্ণিলভাবে সাজানো হবে। নগর ভবন অথবা গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে আয়োজন করা হবে জমকালো অনুষ্ঠান। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর চলবে নানা কর্মসূচি।
সূত্র আরো জানিয়েছে ওই অনুষ্ঠানের মাধ্যমে নগরবাসীর কাছে মেয়র হিসেবে সাঈদ খোকনের দুই বছরের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। তথ্যচিত্রের ভিত্তিতে নির্মিত হবে চলচ্চিত্র। ঢাকাবাসীকে নগর ভবনের প্রতি আস্থা ফেরাতেই মূলত এ উদ্যোগ নিয়েছেন মেয়র সাঈদ খোকন।
সরকারের পক্ষ থেকে তার উন্নয়ন চিত্র জনসাধারণের সামনে তুলে ধরতে নানা নির্দেশনা রয়েছে। বিভিন্ন উপলক্ষ নির্ধারণ করে এসব উন্নয়ন চিত্র তুলে ধরা হয়। সরকারের সে নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে মেয়রের দুই বছর পূর্তি উপলক্ষ্যে এ কর্মসূচি হাতে নিয়েছে ডিএসসিসি।
এ উদ্দেশে গত ২৩ মার্চ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। কর্মসূচি বাস্তবায়নে গঠন করা হয়েছে ৫টি কমিটি। এসব কমিটির নেতৃত্বে রয়েছেন সংস্থার বিভিন্ন বিভাগের প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা।
জানা গেছে, এরই মধ্যে কমিটিগুলো তাদের প্রায় সব প্রস্তুতি শেষ করেছে। ব্রোসিয়ার তৈরি, তথ্যচিত্র নির্মাণ, ক্রোড়পত্র প্রকাশের কাজও প্রায় শেষ পর্যায়ে।
অপরদিকে একই দিন দুই বছর পূর্ণ হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকেরও। তবে এ উপলক্ষে তিনি কোনো কর্মসূচি নেননি। উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মনজুর-ই-মাওলা বলেন, আমাদের কোনো কর্মসূচি নেই। তবে মেয়র মহোদয় হয়তো এটাকে অন্যভাবে কাভার করবেন।
এমএসএস/এমএমজেড/এমএস