ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নুর হোসেনকে ফেরত আনার প্রক্রিয়া অব্যহত : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জের সাত খুন মামলার কার্যক্রমে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নবনির্মিত ভবনের উদ্বোধন ও পুলিশ লাইনে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ মামলার প্রধান আসামি নুর হোসেন ভারতের জেলে আছেন। ভারতের কিছু আইনি জটিলতার কারণে তাকে ফেরতে দিতে পারছে না। যে কোনো সময় যে কোনো দিন নুর হোসেনকে আমরা পেয়ে যাবো উল্লেখ করে তিনি বলেন, তাকে ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত আছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দাকার মহিদউদ্দিনের সভাপতিত্বে সুধী সমাবেশ মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক, সংসদ সদস্য শামীম ওসমান, হোসনে আরা বাবলী, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাফুজুল হক নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, এ হত্যাকাণ্ড সর্ম্পকে বেশকিছু আলামত পাওয়া গেছে। এগুলো তদন্ত ও যাচাই-বাছায়ের পর ত্বকী হত্যা মামলার চার্জশিট প্রদান করা হবে। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

একে/আরআই