ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৬ এপ্রিল ২০১৫

দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করে অবিলম্বে তা বিচ্ছিন্ন করার সুপারিশ করা হয়। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় বাপেক্সের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সক্রিয় করার সুপারিশও করা হয়।

কমিটির সদস্য মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), এ বি এম রুহুল আমিন হাওলাদার, নাসিমা ফেরদৌসী সভায় অংশ নেন।

সভায় দেশের গ্যাস ফিল্ডসমূহের বিগত ১০ বছরের ফিল্ডওয়ারি গ্যাসের উৎপাদন ও সরবরাহ এবং জেলা, বাণিজ্যিক ও আবাসিক খাতওয়ারি চাহিদার তুলনামূলক তথ্য উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এ ছাড়াও গ্যাস ফিল্ডসমূহের উৎপাদিত গ্যাস ও অন্যান্য উপজাত দ্রব্যের মূল্য নির্ধারণ সম্পর্কিত নীতিমালা ও পদ্ধতির ওপর আলোচনা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

একে/আরআই