ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যাত্রাবাড়ী থেকে দেড় টন জাটকা জব্দ

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১০ এপ্রিল ২০১৭

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়ত থেকে দেড় টন জাটকা জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দুজনকে কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার সকাল ৬টায় পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জাগো নিউজকে জানান, অভিযানে যাত্রাবাড়ীর খান মার্কেটের পূবালী মৎস্য আড়তে তিন থেকে পাঁচ ইঞ্চি আকৃতির জাটকা বিক্রির দায়ে দুজনকে একবছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও তাদের সহযোগিতা করায় দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. আনোয়ার, আব্দুস সালাম ও অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন মো আলাল ও রাজু।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের সর্বোচ্চ সাজা তিন বছরের জেল। তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে এক বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ইলিশ সংরক্ষণে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও চলবে।

এআর/জেডএ/পিআর

আরও পড়ুন