ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জাতিসংঘে জনসংখ্যা ও উন্নয়ন কমিটির কো-চেয়ার বাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৯ এএম, ০৮ এপ্রিল ২০১৭

জাতিসংঘে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সাউথ-সাউথ কো-অপারেশনের ‘বেইজিং কল ফর অ্যাকশন’ বাস্তবায়নে গঠিত ‘কো-অর্ডিনেটিং কমিটি অন দ্য সাউথ-সাউথ কো-অপারেশন ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’র কো-চেয়ারপারসন মনোনীত হয়েছে বাংলাদেশ।

গত ৬ এপ্রিল বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সদর দফতরে সাউথ-সাউথ কো-অপারেশনভুক্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, চীন, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা ও তিউনিসীয় প্রতিনিধিদের এক সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে কো-চেয়ারপারসন মনোনীত করা হয়। সংগঠনের চেয়ারপারসন মনোনীত হয়েছে দক্ষিণ আফ্রিকা।

সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

গত বছরের ১৮ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ‘মিনিস্টেরিয়াল স্ট্র্যাটিজিক ডায়ালগ অন সাউথ-সাউথ কো-অপারেশন ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জনসংখ্যা ও উন্নয়নের ক্ষেত্রে সাউথ-সাউথ কো-অপারেশনের জন্য বেইজিং কল ফর অ্যাকশন গ্রহণ করা হয়।

বেইজিং কল ফর অ্যাকশনকে এগিয়ে নিতে এবং নিয়মিত ফলোআপের জন্য সাউথ-সাউথ কো-অপারেশনের সদস্য দেশগুলোকে নিয়ে একটি কো-অর্ডিনেটিং কমিটি প্রস্তুত করার লক্ষ্যে ইউএনএফপিএ জাতিসংঘে এ সভার আয়োজন করে।

এসআর/এমএস

আরও পড়ুন