ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তা বদলি

প্রকাশিত: ০৫:৫৭ এএম, ০৬ এপ্রিল ২০১৭

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়াও দুইজন অ্যাডিশনাল এসপিকে পদোন্নতি দিয়ে স্বপদে বহাল থাকার আদেশ দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বদলির আদেশ পাওয়া অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে যশোরের শেখ জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে, র‌্যাবের মো. রেজাউল করিমকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে, র‌্যাবের উজ্জ্বল কুমার রায়কে আরআরএফ রংপুরে, কুড়িগ্রাম সদর সার্কেলের মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে, দিনাজপুর সদর সার্কেলের মো. গাজিউর রহমানকে ৪র্থ এপিবিএন বগুড়ায়, ময়মনসিংহের কোতয়ালী সার্কেলের মো. মনিরুল ইসলামকে ঢাকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকায়, লক্ষ্মীপুরের মুহাম্মদ শরীফূল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে, এপিবিএন সদর দপ্তরের গোলাম বেনজীরকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে বদলি করা হয়েছে।

এছাড়াও পদোন্নতি দিয়ে ডিএমপির সিনিয়র এএসপি মাঈনুল ইসলামকে অ্যাডিশনাল এসপি এবং ১১ এপিবিএন এর বীথি স্কলাস্টিকা পালমাকে পিবিআইয়ে স্বপদে বহাল রাখা হয়েছে।

আদেশে বাঘাইছড়ি সার্কেলের এএসপি মোহাম্মদ মাহবুব-উন-নবীকে পুলিশ হেডকোয়ার্টার্সের টিআর পদে ও র‌্যাবের জিনিয়াকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

আদেশটি অনতিবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

এআর/এনএফ/আরআইপি

আরও পড়ুন