ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১২:২২ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে সংগঠনের সাধারণ সভায় আরও বেশ কয়েকটি  সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ।

তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো গণপরিবহন থাকছে না। একই সঙ্গে সব বাস বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে ভাড়া আদায় করবে।

‘সভায় গাড়িতে লাগানো ট্রাকের বাম্পার কিংবা অ্যাঙ্গেলও খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া রঙচটা, রংবিহীন ও জরাজীর্ণ গাড়িগুলো দৃষ্টিনন্দন ও মেরামত করে রাস্তায় চালাতে হবে।’

এ নির্দেশনা যথাযথভাবে প্রয়োগের জন্য ১৫ এপ্রিল থেকে রাস্তায় মালিক সমিতির ভিজিলেন্স টিম কাজ করবে বলে জানিয়েছেন খন্দকার এনায়েতুল্লাহ।

তিনি বলেন, ১৫ এপ্রিলের আগেই গাড়িতে থাকা ছাদের উপরের ক্যারিয়ার, সাইড অ্যাঙ্গেল ও অতিরিক্ত সিট এই সময়সীমার মধ্যে খুলে ফেলতে হবে।’

সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পারিবহন মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/এমএমএ/এএইচ/এমএস