পহেলা বৈশাখে চালু হচ্ছে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালেই চালু হচ্ছে দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে পতাকা নেড়ে এ ট্রেনের উদ্বোধন করবেন।
তবে বহুল আলোচিত খুলনা-কলকাতা রুটে ট্রেনটি নিয়মিত চলাচল শুরু করবে আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ থেকে।
ভারতীয় রেল বোর্ডের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের অন্যতম সংবাদমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ৮ এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর পহেলা বৈশাখ থেকে নিয়মিত যাতায়াত করবে দ্বিতীয় এ মৈত্রী এক্সপ্রেস ট্রেন। এটি বনগাঁ লাইন দিয়ে সীমান্ত স্টেশন পেট্রাপোল-বেনাপোল দিয়ে চলাচল করবে।
ভারতের পূর্ব রেল বোর্ড সূত্র জানিয়েছে, রেল বোর্ড থেকে নির্দেশ পেয়ে গত শুক্রবার বনগাঁ সীমান্তের পেট্রাপোল স্টেশন পরিদর্শন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এস এন অগ্রবাল।
তিনি এ সময় নিয়মিত ট্রেন চলাচলের জন্য প্রয়োজনীয় কাজগুলো নির্ধারিত সময়েই শেষ করা হবে বলে জানান।
এসআর/জেডএ/এমএআর/পিআর