ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিটিং বাসের ‘চিটিংবাজি’ বন্ধের দাবি

প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০১ এপ্রিল ২০১৭

গণপরিবহনে সিটিং সার্ভিসের নামে ‘চিটিংবাজি’ বন্ধের দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন।

গণপরিবহনে যাত্রী অধিকার নিশ্চিতের লক্ষ্যে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত মুখপাত্র দাউদ ফেরদাউস বলেন, রাজধানীসহ সারাদেশে গণপরিবহনে যাত্রী হয়রানি চরম আকার ধারণ করেছে। সিটিং বাসের নামে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হলেও ন্যূনতম সেবাটুকুও দেয়া হচ্ছে না।

‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এসব পরিবহনে ভাড়া নির্ধারণ করে দিলেও গুটিকয়েক ছাড়া কেউ মানছে না সে নির্দেশনা। এ নিয়ে কাউকে ব্যবস্থা নিতেও দেখা যায়নি।

তিনি আরও বলেন, এসব পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি বরাবরই উপেক্ষিত। শিক্ষার্থী পরিচয় দিলে তাদের পরিবহনে উঠানো হয় না। জোর করে উঠলেও তাদের সঙ্গে অযাচিত আচরণ করে বাসের হেলপার ও সহকারীরা।

তিনি বলেন, দেশে পরিবহনে নারী ও শিশুদের জন্য সংরক্ষিত আসন থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম। সিট খালি না থাকার উসিলায় অধিকাংশ সময় নারী যাত্রীদের বাসে উঠানো হয় না। এতে কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়তে হয় নারী যাত্রীদের। তাই নারীদের জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাসহ ৮ দফা দাবি মানববন্ধনে তুলে ধরা হয়।

এমএসএস/এমএমএ/এএইচ/জেআইএম