ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এইচএসসির ভুয়া প্রশ্নপত্র : ফেসবুক গ্রুপের অ্যাডমিন আটক

প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০১ এপ্রিল ২০১৭

ফেসবুকে গ্রুপ খুলে এইচএসসির ‘ভুয়া’ প্রশ্নপত্র বিক্রির পরিকল্পনার অভিযোগে রাজধানী থেকে দুই যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ।

শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

শনিবার সকালে এক ক্ষুদে বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি জানিয়েছে। তবে যাকে আটক করা হয়েছে তার নাম-পরিচয় বা কোথা থেকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ডিএমপি জানায়, আটক যুবক এইচএসসির ভুয়া প্রশ্ন ফাঁস করে সেগুলো অর্থের বিনিময়ে বিক্রির পরিকল্পনা করছিলেন।

আগামীকাল রোববার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।

এদিকে পৃথক একটি ঘটনায় রাজধানী থেকে ৪৫০ গ্রাম হেরোইন সাদৃশ্য পাউডারসহ ১ জনকে আটক করেছে ডিবি।

দু’টি ঘটনার বিষয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এআর/এনএফ/এমএস

আরও পড়ুন