দু’দিক থেকে হামলা হয়েছে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়টি দ্বিপক্ষীয় ছিল বলে জানতে পেরেছি। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রেসবিফ্রিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
এর আগে বিএনপির একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে বৈঠকে করেন। সিইসি বলেন, আমরা পুলিশের কাছ থেকে খবর নিয়েছি। হামলা দুইদিক থেকে হয়েছে। আমরা পুলিশকে অতিদ্রুত নিরপেক্ষভাবে বিষয়টি নিষ্পত্তি করতে বলেছি।
সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা যে আশ্বাস পেয়েছি তাতে এ নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন ছিল না। তবে ভোটারদের মানসিক শক্তির জন্যই আমরা সেনা মোতায়েন করছি। কারণ কিছু দিন আগেও দেশের অবস্থা খুব খারাপ ছিল।
সেনাবাহিনীকে নির্বাচনের সময় বিচারিক ক্ষমতা দেওয়ার দাবির জবাবে তিনি বলেন, সেনাবাহিনী আমাদের গর্ভের ধন। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বিদেশেও দেশের সুনাম অর্জন করেছে। আমরা মনে করি তারা তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করবেন।
আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ করেছি। আচরণবিধি লঙ্ঘনের জন্য আমরা অনেককে সতর্ক করেছি, জরিমানা করেছি। দ্বিতীয় পর্যায়ে এ ধরনের ঘটনা ঘটলে কঠিনতর সিদ্ধান্ত নিতে পিছপা হবো না। আচরণবিধি লঙ্ঘনে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
`সরকার অনুগত` আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বদলির বিষয়ে বিএনপির দাবির জবাবে সিইসি বলেন, ঢালাওভাবে বদলির কথা বললে চলবে না। কোন কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে জানাতে হবে।
এইচএস/বিএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি