‘ঢাকাকে শিশুবান্ধব নগরী হিসেবে রূপ দেয়া হবে’
ঢাকা মহানগরীকে শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদ প্রার্থীরা। সে অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে শিশুদের বিকাশে মিনি হাসপাতাল, পাঠাগার স্থাপন, খেলার মাঠ দখলমুক্ত করা এবং পথশিশুদের উন্নয়নে কাজ করারও প্রতিশ্রুতি দেন তারা।
মঙ্গলবার দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘অপরাজেয়-বাংলাদেশ’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীরা এসব প্রতিশ্রুতির কথা জানান। সংগঠনটির প্রধান নির্বাহী ওয়াহিদা বানুর সঞ্চালনায় সভায় দুই সিটি কর্পোরেশনের ১৭ জন মেয়র পদপ্রার্থী উপস্থিত ছিলেন।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস, গোলাম মাওলা রনি, মো. শহিদুল ইসলাম, দিলীপ ভদ্র, বাহারাইন সুলতান বাহার, বজলুর রশিদ ফিরোজ, জাহিদুর রহমান, রেজাউল করিম, মশিউর রহমান, অ্যাডভোকেট আইয়ুব হোসেন, এসএম আকরাম, শাহীন খান এবং ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকী, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, আবদুলাহ আল ক্বাফি, আনিসুজ্জামান খোকন, নাদের চৌধুরী।
আফরোজা আব্বাস বলেন, পথশিশুরা কোনো বাবা-মায়েরই সন্তান। তারা আমার সন্তানও হতো পারতো। কিন্তু এই পথশিশুরা মানবেতর জীবন যাপন করে। আমরা তাদেরকে নিজেদের শিশু ভাবতে চাই। তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে ঢাকাকে বাসযোগ্য নগরী করতে চাই।
তিনি বলেন, সরকার বলছে নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু আমরা নির্বাচনের আগে সেনা মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানাচ্ছি। কারণ আমরা ভোট ডাকাতি করি না, চাই না কেউ আমাদের ভোট ডাকাতি করুক। তাই জনগণ যদি সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বাচনে মির্জা আব্বাস জয়ী হয় তাহলে পথশিশুদের পাশে থেকে নিজের সমস্যা মনে করে তাদের সমস্যাগুলো সমাধান করবো।
গোলাম মাওলা রনি বলেন, ঢাকা মহানগরের একটি বিশাল অংশের বয়স ত্রিশের নিচে। তারা নানা সুবিধা থেকে বঞ্চিত। আমি সুইডেন পার্লামেন্টের ফেলো হিসেবে এক মাস শিশুদের নিয়ে কাজ করেছি। এসময় শিশু কীভাবে বেড়ে উঠে, তার শরীর ও মন কীভাবে কাজ করে তা শিখেছি।
তাই আমি যদি আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় তাহলে শিশু তার মায়ের গর্ভে আসার পর থেকে কাজ করবো। এজন্য গর্ভবতী মাকে নানা সুযোগ-সুবিধা দেওয়া, শিশু জন্ম নেওয়ার পর তার সুষ্ঠুভাবে বেড়ে উঠার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বস্ততার সঙ্গে কাজ করবো।
জোনায়েদ সাকী বলেন, মেয়র পদে নির্বাচিত হলে একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত থাকবে না। শিশুরা যাতে তাদের শৈশব ফিরে পায় সে ব্যবস্থা করবো। ঢাকাকে শিশুদের আপন শহরে পরিণত করবো।
আব্দুলাহ আল ক্বাফি বলেন, শিশুদের বেদখল হওয়া স্কুলকে অধিগ্রহণ করবো। সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা নগরী গঠনে কাজ করবো।
এমএইচ/বিএ/আরআই