ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিজ কর্মস্থলে শেষ শ্রদ্ধায় সিক্ত লে. কর্নেল আজাদ

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ৩১ মার্চ ২০১৭

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান (ডিরেক্টর-ইন্টেলিজেন্স) লে. কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজার পর তার মরদেহ আনা হয় নিজ কর্মস্থল র‌্যাব হেড কোয়ার্টার্সে। বিকেল ৩টায় সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি এ কে এম শহীদুল হক, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা আজাদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর র‌্যাব সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে গত শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। ওই রাতে তাকে হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় হয়েছিল।

তবে বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় এনে আবারও সিএমএইচে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।

এআর/এএইচ/পিআর

আরও পড়ুন