ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উত্তরায় ডিএনসিসির অভিযানে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:০২ পিএম, ২৮ মার্চ ২০১৭

রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেন।

দিনব্যাপী অভিযানে সিআইডি স্টাফ কোয়ার্টার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত এলাকার বেড়িবাঁধের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে ডিএনসিসির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।

হেমায়েত হোসেন জাগো নিউজকে বলেন, ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। ডিএনসিসির এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএস/বিএ