ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাংবাদিক কার্ড বিতরণে অব্যবস্থাপনার অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৮ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন পর্যবেক্ষণের জন্য সাংবাদিক কার্ড বিতরণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ভোটের মাত্র একদিন বাকি থাকলেও মঙ্গলবার বিকাল পর্যন্ত সাংবাদিক ও পর্যবেক্ষণ সংস্থাকে কোনো ধরনের কার্ড বিতরণ করতে পারেনি ইসি। অথচ অনেকে দিনভর কার্ডের জন্য সেখানে অপেক্ষা করেছেন।

মঙ্গলবার পর্যন্ত গণমাধ্যমের পাঁচ শতাধিক সাংবাদিকসহ ১০টি সংস্থার প্রায় ৪০০ জন নির্বাচনের দিন কুমিল্লায় পর্যবেক্ষণে যাওয়ার জন্য ইসির পরিচয়পত্র নিতে আবেদন করেন। কিন্তু বিকেল ৪টা পর্যন্ত কমিশন থেকে তাদের অনুমোদিত কার্ড সরবরাহ করতে পারেনি। অতীতে কখনও এ ধরনের অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়নি। বর্তমান কমিশনের সিদ্ধান্তহীনতার কারণেই এমনটি হয়েছে বলে কয়েকজন অভিযোগ করেন।

ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ এ বিষয়ে বলেন, ‘কমিশনের অনুমোদনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। ভোটের এখনও একদিন বাকি রয়েছে। ভোটের আগের দিন পেলেও কোনো সমস্যা হবে না।’

‘সাংবাদিক ও পর্যবেক্ষণ সংস্থার পরিচয়পত্র দেয়ার জন্য ফাইল প্রস্তুত হয়েছে। আশা করছি বিকালেই সব ঠিক হয়ে যাবে। আগেও যেভাবে কার্ড দেয়া হয়েছে এখনও তাই হবে। তবে সাংবাদিকদের গাড়ির স্টিকার যাতে অন্যরা ব্যবহার করতে না পারে সে বিষয়টি নজরে রাখার জন্য বলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের গাড়িতে যাতে অসাংবাদিক না থাকে সে বিষয়ে নজর দিতে বলা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশনের কাছে অভিযোগ এসেছে, অতীতে অনেক সময় সাংবাদিকদের গাড়িতে রাজনৈতিক দলের লোকজন থাকেন। সাংবাদিকদের গাড়িতে যাতে সাংবাদিকরাই থাকেন, অসাংবাদিকরা যেন ব্যবহার না করেন সে বিষয়টি দেখতে বলা হয়েছে।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলের পর কমিশন থেকে সাংবাদিকদের কার্ড বিতরণ করা হয়।

৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। এবারই প্রথম দলীয় প্রতীকে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ সাত হাজার ৩৮৪ জন। সাধারণ ওয়ার্ড ২৭টি, সংরক্ষিত ওয়ার্ড নয়টি।

এইচএস/এমএআর/আরআইপি

আরও পড়ুন