স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নয় কেন : হাইকোর্টের রুল
স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ও পরিচয় ব্যবহারে বিধিনিষেধ সম্বলিত চারটি বিধি কেন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করে কেন নিজস্ব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ ও ব্যবহারের সুযোগ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব ও আইন সচিবকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪১তম রাজনৈতিক দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট এর নির্বাহী প্রধান মোহাম্মদ আমিনুর রহমান এই রিট আবেদন করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন মো. উজ্জ্বল হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
আরএস/আরআই