ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইসি সচিবের ক্লিয়ার মেসেজ ‘সুষ্ঠু নির্বাচন’

প্রকাশিত: ১১:১৩ এএম, ২৮ মার্চ ২০১৭

নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘কমিশনের মেসেজ ক্লিয়ার, সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই চায় নির্বাচন সুষ্ঠু হোক।

মঙ্গলবার ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ‘সোমবার বিএনপি এসেছিল, আজ (মঙ্গলবার) এসেছে আওয়ামী লীগ। উভয় দলেরই নির্বাচন নিয়ে কিছু অভিযোগ রয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।’

‘বিএনপির অভিযোগ, কুমিল্লায় (কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ১৭ প্রিজাইডিং অফিসারের বিষয়ে আপত্তি রয়েছে।’

এসব অভিযোগের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে জানিয়ে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করছেন। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

‘নিরপেক্ষতা দেখাতে গিয়ে কমিশন তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছে’- আওয়ামী লীগের এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আচরণবিধি মানা সবার জন্য সমান। দুই পক্ষ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছি। কমিশন করো প্রতি নিষ্ঠুর আচরণ করছে না।’

‘কুমিল্লা সিটি নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ বাস্তবায়নে কমিশন কতটুকু আশাবাদী’- এমন প্রশ্নের উত্তরে ইসি সচিব বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। এ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

এরই মধ্যে নির্বাচনী সরঞ্জামাদি মাঠ পর্যায়ে পৌঁছে গেছে বলেও জানান তিনি।

এইচএস/এমএমএ/এমএআর/আরআইপি

আরও পড়ুন