হল-মার্ক কেলেঙ্কারি মামলার আসামি আজিজুরের মৃত্যু
হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি ও সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আজিজুর রহমান (৫৫) মারা গেছেন।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলসুপার ফরমান আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজুর রহমান রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত এক মাসের বেশি সময় ধরে ডায়াবেটিক ও হৃদরোগের সমস্যায় তিনি সেখানে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন।
হল-মার্ক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আজিজুর রহমানকে ২০১২ সালের ১৪ অক্টোবর আটক করে র্যাব। ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী ওই গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ২৭ জনের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ১১ মামলারই চার নম্বর আসামি সোনালী ব্যাংকের বরখাস্ত হওয়া এই সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)।