ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সালাহ উদ্দিনের খোঁজ অব্যাহত রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৮:১৭ এএম, ২০ এপ্রিল ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খোঁজ অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সালাহ উদ্দিনের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন। বশিরউল্লাহ বলেন, আদালত আদেশে পরবর্তী ৬ মাস প্রতি মাসের ১ তারিখে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে বলেছেন।
 
এর আগে গত ১৫ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে খুজে পাওয়া যায়নি মর্মে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে উত্তরা পশ্চিম থানার ওসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র্যাব তাদের প্রতিবেদন দাখিল করেন।
 
গত ১২ মার্চ সালাহ উদ্দিনকে খুঁজে বের করে আদালতে কেন হাজির করা হবে না, তা জানতে চেয়ে  রুল জারি করেন হাইকোর্ট। সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন তার স্ত্রী প্রাক্তন সংসদ সদস্য হাসিনা আহমদ।

উল্লেখ্য, গত ১০ মার্চ বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা অবস্থায় সালাহ উদ্দিন আহমদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে আসছে তার পরিবারের সদস্যরা।

এদিকে বিএনপিও অভিযোগ করেছে, পুলিশ, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে গেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কেউই সালাহ উদ্দিন আহমদকে গ্রেফতারের কথা স্বীকার করেনি।

বিএ/পিআর