র্যাবের গোয়েন্দাপ্রধানকে সন্ধ্যায় নেয়া হচ্ছে সিঙ্গাপুরে
সিলেটে জঙ্গি আস্তানায় সেনা অভিযানকালে জঙ্গি হামলায় আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানায় সেনা অভিযানের মধ্যে শনিবারের জঙ্গি হামলায় লে. কর্নেল আবুল কালাম আজাদ আহত হন। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন।
আহত লে. কর্নেল আবুল কালাম আজাদকে রাতেই হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। আহতদের মধ্যে আরও আছেন র্যাব সদর দফতরের মেজর আজাদ। রাতে তাকেও ঢাকায় আনা হয়।
জেইউ/এএইচ/আরআইপি