সিলেটে নিহতের সংখ্যা বেড়ে ৫, আইএসের দায় স্বীকার
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় ‘জঙ্গি আস্তানা’য় সেনাবাহিনীর অভিযান ‘টোয়াইলাইট’র চলাকালে দু’দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আদালত পরিদর্শক, পুলিশ সদস্য এবং ছাত্রলীগ কর্মীসহ ৫ জন নিহত হয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাংবাদিক, পুলিশ, র্যাব সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে জঙ্গিবিরোধী ওই অভিযানের মধ্যে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের ২০০ গজ দূরে গোটাটিকর মাদরাসা সংলগ্ন এলাকায় দুই দফা বোমা হামলার ঘটনা ঘটে। প্রথম দফায় ফটো সাংবাদিক আজমল আলীসহ ছয়জন আহত হন। দ্বিতীয় দফা হামলায় র্যাব ও পুলিশ কর্মকর্তাসহ অনেকে আহত হন।
পুলিশ জানায়, হামলায় দক্ষিণ সুরমা এলাকার আওয়ামী লীগ নেতা আওলাদ মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী অহিদুল ইসলাম অপু (২৫) এবং পুলিশের আদালত পরিদর্শক (সিএসআই) আবু কয়ছর মারা গেছেন। অন্যদের পরিচয় জানা যায়নি।
আরএস