ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারীর পোশাক নয় পুরুষের মানসিকতার পরিবর্তন দরকার

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ১৯ এপ্রিল ২০১৫

নারীর পোশাক নয় বরং পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতি’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার বিবিসি বাংলাদেশ সংলাপের ১১৩তম পর্বের প্যানেল আলোচক হিসেবে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রশাসনের দায়িত্বহীনতার মানসিকতা এড়াতে হবে। আর যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারলে যৌন হয়রানি ও শ্লীলতাহানী বন্ধ করা সম্ভব হবে।

রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিবিসি সংলাপে প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী ও বাংলাদেশ ফর উইমেন লিডারশিপ’র নির্বাহী পরিচালক নাসিম ফেরদৌস।

ঢাকার বেইলী রোডের সৈয়দা তাসমিয়া মার্জান নামে এক দর্শক প্রশ্ন করেন -যৌন হয়রানির জন্য নারীর পোশাককে দায়ী করার সংস্কৃতি শেষ কোথায়? এমন প্রশ্নের জবাবে সৈয়দ রিজওয়ানা বলেন, ভারতে আলোচিত সেই যৌন হয়রানির ঘটনার পর বলা হয়েছিল প্রশাসনের সাথে নারীর পোশাকের বিষয়টিও এখানে দায়ী। আসলে এসব কিছুই নয়।

বাংলাদেশে গত পহেলা বৈশাখে ঘটে যাওয়া নারীর শ্লীলতাহানি ও যৌন হয়রানির ঘটনায় কেউ কেউ বলতে চাইছেন প্রশাসনের দুর্বলতার পাশাপাশি নারীর পোশাকের বিষয়টি এখানে দায়ী। আসলে এধরণের মন্তব্য পুরুষতান্ত্রিক মানুসিকতার পরিচয় বহন করে। নারীর পোশাক নয় পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পুরুষতান্ত্রিক মানুসিকতার ঊর্ধ্বে এসে এ ধরণের ঘটনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

প্রশাসনের দায়বদ্ধতার প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশাসনের মধ্যে দায়িত্ব এড়ানোর মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। তবে এ ধরণের ঘটনায় ধৈর্যহারা না হয়ে বরং বিচার যাতে হয় সে জন্য অনবরত চাপ দিতে হবে। বিচারের বিষয়টিকেই সামনে আনতে হবে।

অপর প্যানেল আলোচক নাসিম ফেরদৌস বলেন, কোনো নারী চান না পুরুষের সামনে অশালীন হয়ে যেতে। এক্ষেত্রে পুরুষের মানসিকতার পরিবর্তনের জন্য ঘরে ঘরে মা বোন স্ত্রী ও পুরুষ সবাইকে সচেতন হতে হবে।

এক দর্শক বলেন, ইসলামে নারীদের যেমন পর্দায় থাকতে বলা হয়েছে পাশাপাশি পুরুষদেরও নারীর উপর একবারের বেশি দৃষ্টিপাত করতে নিষেধ করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে দুষ্ট লোকেরা ইসলামকে ব্যবহার করে নিজেদের সংশোধন না করে শুধু মাত্র নারীদের উপর দায় চাপিয়ে দিতে চাইছে।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এমন ঘটনা ঘটায় প্রশাসন এর দায় এড়াতে পারে না। এ ধরণের ঘটনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, হেফাজতের মতো অনেকে নারীদের পোশাক নিয়ে কথা বলতে চাইছে। পোশাক নারীর মনের ব্যাপার। নারী চাইলে নিজের মতো করে শালীনতা বজায় রাখতে পারে।

জেইউ/আরএস/আরআই