বাংলাদেশের স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা
বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো পৃথক শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, বিগত চার দশকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার।
দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে এ সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট।
জেপি/এআরএস/পিআর