ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৩ মার্চ ২০১৭

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী আঞ্চলিক সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো আঞ্চলিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

বৃহস্পতিবার নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার আগামী ১-৫ এপ্রিল, ২০১৭ ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৩৬তম অ্যাসেম্বলি সম্পর্কে নেপালের রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তারা এ সময় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি বিষয় নিয়ে দুই দেশের সংসদ সদস্য পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এইচএস/ওআর/আরআইপি

আরও পড়ুন