ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পরিবর্তন আসছে বিমানের খাবার মেন্যুতে

প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২২ মার্চ ২০১৭

সেবার মানোন্নয়নে এবার আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের খাবারের তালিকায় পরিবর্তন আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ইনফ্লাইট সার্ভিস সুবিধাও। বুধবার বিমানের জনসংযোগ ও ক্যাটারিং শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাবারের মেন্যু পরিবর্তনের পাশাপাশি এখন থেকে যাত্রীরা চাইলে নিজেদের পছন্দের খাবারের অর্ডারও দিতে পারবেন। এছাড়া বিজনেস ক্লাসের যাত্রীদের বিশ্বমানের মেন্যু নিশ্চিত করা হবে।

অপরদিকে ইনফ্লাইট সার্ভিসেও আসছে নতুন সুবিধা। এখন থেকে ইচ্ছে মতো মুভি, মিউজিক, ভিডিও ও ভিডিও গেমসও দেখতে পারবেন যাত্রীরা।

Biman

উল্লেখ্য, আগে বছরে দুইবার খাবার মেন্যু পরিবর্তন করা হলেও এখন থেকে তা প্রতি তিন মাস পরপর করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মেন্যু পরিবর্তন উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিমান। এতে প্রধান অতিথি থাকবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম মোদাদ্দিক আহমেদ। অন্যদের মধ্যে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) উপ-মহাব্যবস্থাপক জামাল উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত থাকবেন।

আরএম/এমএমএ/এএইচ/এমএস