ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাবিতে নারীদের লাঞ্ছিতের ঘটনায় দুই তদন্ত কমিটি

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৮ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে নারীদের লাঞ্ছিতের ঘটনার তদন্তে দু`টি কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত কয়েকজন যুবককে চিহ্নিত করা হয়েছে।

মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কাছে যে ইনফরমেশন (তথ্য) রয়েছে যেটা সিসি টিভির ফুটেজ। পুলিশের ফুটেজই বেশি। সেই ফুটেজগুলো এবং এ ছাড়া বিভিন্ন পত্র-পত্রিকায়, মিডিয়ায় প্রকাশিত, প্রচারিত যেসব ফুটেজ আছে, সেগুলো আমরা বিশ্লেষণ করে যেটা পেয়েছি, বিবস্ত্র করার যে ছবি প্রকাশিত হয়েছে, সেটি আসলে কোনো মেয়ের ছবি নয়। এটি ঢাকা ইউনিভার্সিটি বা সোহরাওয়ার্দী উদ্যানেরও নয়। এটি চানখাঁরপুলে একটি ছেলেকেই কয়েকজন ধরে গণপিটুনি দিচ্ছে। আমরা দেখেছি তাকে মেয়ে বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে কেউ কেউ।’

সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানান মনিরুল ইসলাম। এছাড়া ঘটনার দিন কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ইব্রাহিম ফাতেমীকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। বাকিরা হলেন জয়েন্ট পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-পূর্ব) সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

মনিরুল ইসলাম বলেন, প্রথমত প্রকৃত পক্ষে সেখানে কী ঘটেছিল এবং কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তকরণ ও আইনের আওতায় আনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয়ত, সেখানে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তব্য পালনে কোনো গাফিলতি ছিলো কি না, এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দু`টি কমিটিই কাজ শুরু করেছে। আর ঘটনাটি নিয়ে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

ঘটনাস্থলে উপস্থিত কোনো ব্যক্তির ঘটনা সংক্রান্তে কোনো ছবি অথবা ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির পরিচয়/তথ্যাদি দিয়ে তদন্ত কমিটিকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

যোগাযোগের জন্য একটি নম্বরও জানানো হয়েছে। যোগাযোগের নম্বর ০১৭১১-৬০৫১৪৬, সদস্য সচিব- জনাব মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-পূর্ব)।

অপরদিকে বেলা ১১টার দিকে সিপিবি-বাসদের ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যায়। তাদের মধ্যে দেড় ঘণ্টার আলোচনা হয়।

অন্যদিকে নারী লাঞ্ছনার ঘটনায় তদন্ত শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি। প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের দফতরে লিখিতভাবে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালে তা দিতে হবে।

এর আগে নারী লাঞ্ছনার ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলে আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন।

গত বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

জেইউ/বিএ/আরআই