ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর ভুটান সফর ১৯ এপ্রিল

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ২২ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ এপ্রিল ভুটান যাবেন। এর আগে ৭ এপ্রিল ভারত সফরের কথা রয়েছে তার।

আগামী ১৯-২১ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভলপমেন্ট ডিজঅর্ডার ভুটান ২০১৭’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে দু’দেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতা গুরুত্ব পাবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ভুটান সফরে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও যেতে পারেন। পুতুল অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান। বাংলাদেশ ও ভুটান যৌথভাবে এই সম্মেলন আয়োজন করছে।

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং অ্যাবিলিটি ভুটান সোসাইটি এ সম্মেলনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।

এএসএস/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন