ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রানা প্লাজা ট্রাস্ট ফান্ডে সহায়তা দেবে বেনেত্তন

প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৮ এপ্রিল ২০১৫

সাভারের রানা প্লাজা ধসে হতাহত শ্রমিকদের পরিবারকে সহায়তা করতে গঠিত `রানা প্লাজা ট্রাস্ট ফান্ড`-এ ১১ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালীয় ফ্যাশন রিটেইলার `বেনেত্তন`। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নেতৃত্বে গঠিত এই তহবিলের পক্ষ থেকে বেনেত্তনের কাছে পাঁচ লাখ ডলার অনুদান চাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশার দ্বিগুণেরও বেশি অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্যাশন ব্র্যান্ডটি। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ-সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে।

রানা প্লাজায় যে পাঁচটি গার্মেন্ট কারখানা ছিল, তার কোনোটি থেকেই পোশাক কিনত না বেনেত্তন। ২০১৩ সালের ২৪ এপ্রিল ভবনটি ধসে পড়ে। তাতে এক হাজার ১৩৮ জন মারা যায়। আহত হয় আরো অনেকে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আইএলওর নেতৃত্বে `রানা প্লাজা ট্রাস্ট ফান্ড` নামের একটি তহবিল গঠন করে সহায়তার জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে। এ জন্য তহবিলে তিন কোটি ডলার দরকার। তবে এ পর্যন্ত জমা পড়েছে দুই কোটি ১০ লাখ ডলার। আরো ৯০ লাখ ডলার দরকার।

এ অবস্থার মধ্যেই বেনেত্তন গ্রুপের প্রধান নির্বাহী মার্কো আইরোলদি এক বিবৃতিতে জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আহত-নিহতদের পরিবারের পাশে গভীর সমবেদনার সঙ্গে থাকবেন তারা।

তহবিলে ১১ লাখ ডলার দিলেও বেনেত্তনের অনুদানের পরিমাণ ১৬ লাখ ডলারে পৌঁছাবে উল্লেখ করে এএফপি জানায়, বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় বেনেত্তন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের নিজস্ব কর্মসূচি বাস্তবায়ন করছে। তাতে পাঁচ লাখ ডলার ব্যয় হবে।

শুরুতে রানা প্লাজা ট্রাস্ট ফান্ডে অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছিল বেনেত্তন। যেহেতু তারা রানা প্লাজায় থাকা কারখানাগুলো থেকে পোশাক আমদানি করত না, তাই ভবনধসে হতাহতের ঘটনায় নিজেদের দায় নেই বলে সহায়তার জন্য অর্থ দেওয়ার প্রস্তাব এড়িয়ে গিয়েছিল। পরে ১০ লাখ লোকের স্বাক্ষর সংবলিত একটি আবেদন তাদের কাছে পাঠানো হলে আগের সিদ্ধান্ত থেকে সরে আসে ব্র্যান্ডটি।

এএইচ/এমএস