৩-৪ ডিগ্রি বাড়তে পারে দিনের তাপমাত্রা
আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
সারাদেশের আকাশ আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ২ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ১০ মিনিটে।
সূত্র : আবহাওয়া অধিদফতর
এনএফ/জেআইএম