চৈত্রের সকালে হিম হিম ভাব
আসি আসি বলেও রাজধানী ঢাকাতে শীত সেভাবে জেঁকে বসতেই পারেনি। শীত শেষে বসন্তের এক মাস পেরিয়ে বৃষ্টির হাত ধরে শীতের সে ভাবটাই যেন তাই ফিরে ফিরে আসছে।
রোববার রাত থেকেই আকাশ মেঘলা ছিল রাজধানী ঢাকাতে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
সকাল ৮টায় বা তারও আগে যাদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হয়, ভোগান্তিতে পড়তে হয়েছে তাদেরও।
বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
এনএফ/জেআইএম