ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি বাংলাদেশ : স্পিকার

প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৯ মার্চ ২০১৭

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী শততম টেস্টে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি বাংলাদেশ।

রোববার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করে শততম টেস্টে জয়লাভ করে।

অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। সবচেয়ে কম সময়ে শততম টেস্ট খেলে বাংলাদেশ অনন্য নজির সৃষ্টি করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের শততম ম্যাচে জয়লাভ ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা জোগাবে।

এছাড়াও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ শততম টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

এইচএস/বিএ/জেআইএম

আরও পড়ুন