ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বর্ষবরণে ঢাবিতে যৌন হয়রানির ঘটনায় হাইকোর্টের রুল

প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া ঘটনা তদন্ত করে ১৭ মে তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওইদিন নারীদের যৌন হয়রানির ঘটনা তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে এক মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

বিএ/আরআইপি