ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রামপুরা ট্রাজেডি : বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বৌবাজার মাটির মসজিদ সংলগ্ন বেগের বাড়ি ঝিলের (খাসজমি) ওপর অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে এবং বাড়িটি দেবে গিয়ে ১২ জনের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রামপুরা থানা পুলিশ এ মামলা দায়ের করে বলে জানিয়েছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর ভূঁইয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরী স্থানীয় ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি। তাকে গ্রেফতারে ইতোমধ্যে অভিযানও শুরু করেছে পুলিশ।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সরকারি খাস জমিতে অবৈধভাবে দোতলা টংবাড়ি নির্মাণ ও দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের অভিযোগে কথিত বাড়ির মালিক মনিরুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা (মামলা নং ১৯) দায়ের করা হয়েছে।

তিনি বলেন, মনিরুজ্জামান চৌধুরী পলাতক। তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, বুধবার বেলা পৌনে ৩টার দিকে রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকায় বৌবাজার মাটির মসজিদ সংলগ্ন বেগের বাড়ি ঝিলের (খাসজমি) ওপর অবৈধভাবে গড়ে তোলা দোতলা টিনের বাড়িটি দেবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেইউ/বিএ/আরআই