রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি হামলা : ডিএমপি কমিশনার
সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনাগুলোর সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগাম তথ্য ছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
শনিবার রাজধানীর ধানমন্ডির সুফিয়া কামাল কমপ্লেক্সে জঙ্গিবাদবিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হামলার আগাম তথ্য আমাদের কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তাদের মতাদর্শী রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। ধর্মের নামে অপপ্রচার চালিয়ে নাশকতা করছে। এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত।
তিনি বলেন, জঙ্গি দমনে পুলিশ সফলভাবে কাজ করছে। জাতীয় পর্যায়ে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ চলছে।
উল্লেখ্য, গত তিনদিন চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজধানীর আশকোনায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। শনিবার খিলগাঁওয়ে র্যাবের গুলিতে আরেক জঙ্গি নিহত হয়। এদের সবার কাছেই বিস্ফোরকদ্রব্য ছিল।
এআর/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
- ২ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ৩ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৪ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৫ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি