হজ এজেন্সি কমানোর প্রস্তাব সৌদি আরবের
বাংলাদেশে হজ এজেন্সির সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সম্প্রতি বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সরকারি সফরে সৌদি গেলে দেশটির হজমন্ত্রী ড. বন্দর বিন মোহাম্মদ হাজ্জার তাকে এ প্রস্তাব দেন।
এদিকে, সৌদি সরকারের এ প্রস্তাব অনুযায়ী ব্যবস্থা নিতে ধর্ম মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. আসাদুজ্জামান। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ সব তথ্য।
সূত্র জানায়, হজযাত্রী বেশি হওয়ায় কোটা বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সৌদি সরকারের কাছে চিঠি দিলেও এখনো কোনো জবাব দেয়নি তারা। এ অবস্থায় করণীয় নির্ধারণ ও হজ ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় ধর্ম মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান এবং হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর।
বৈঠকে হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয় আলোচনা করে স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করার প্রতি গুরুত্বারোপ করা হয়। বিষয়টি নিয়ে আজ (বৃহস্পতিবার) বিকেলে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওদিকে হজ এজেন্সির সংখ্যা কমানো সংক্রান্ত চিঠিতে বলা হয়- সারাবিশ্ব থেকে যে সংখ্যক হজ এজেন্সি হজযাত্রী আনয়নের কাজ করে থাকে তার মধ্যে বাংলাদেশের এজেন্সি সংখ্যা সর্বাধিক। গত বছর এ সংখ্যা ছিল ৮৩৫। চলতি বছর যদি হজ এজেন্সির সংখ্যা অনুরূপ বা তার চেয়েও বেশি হয় তাহলে এতো এজেন্সির পক্ষে সৌদি আরবে এসে ব্যাংক হিসাব খুলে ইলেকট্রনিক্স পদ্ধতিতে সব কার্যক্রম শেষ করে হজযাত্রী আনয়ন সম্ভব হবে না। এ ক্ষেত্রে যেসব এজেন্সির হজযাত্রীর সংখ্যা কম, তাদের কয়েকটি এজেন্সির হজযাত্রী একত্র করে একজন মোনাজ্জেমের মাধ্যমে পাঠানোর পরামর্শ দেয়া হয় চিঠিতে।
এএইচ/বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস
- ৩ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম
- ৪ মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা: এসপি
- ৫ বাড্ডায় বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু