ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইএসের সম্পৃক্ততার দাবি র‌্যাবের অস্বীকার

প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৭ মার্চ ২০১৭

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গোষ্ঠিটির মুখপাত্র হিসেবে পরিচিত ‘আমাক মেসেজিং অ্যাপ’ টেলিগ্রামের মাধ্যমে এ দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ‘আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।’

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই। শুক্রবার আত্মঘাতী হামলার তদন্তে এ পর্যন্ত আইএসের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের আগে দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালায় এক যুবক। ওই ঘটনায় হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হন।

ঘটনার পর থেকে দেশের সব বিমানবন্দর, কারাগার ও নদীবন্দরে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এআর/আরএস/এএইচ

আরও পড়ুন