এক বছর আগে নির্মিত হয়েছিল ঘরগুলো
রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় দেবে যাওয়া টিনসেড বাড়িটির ঘরগুলো এক বছর আগে নির্মিত হয়েছিল বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, মনির চৌধুরী নামে ক্ষমতাসীন দলের এক নেতা বাড়িটি নির্মাণ করেন।
উপর-নিচ দুই তলায় মোট ২৪টি কক্ষ নির্মাণ করা হয়। প্রাথমিকভাবে প্রতিটি কক্ষের ভাড়া ধরা হয় তিন হাজার টাকা করে। এলাকাবাসীর অভিযোগ, বাড়িটির উপরের নির্মাণশৈলী ভালো হলেও এর ভিত ভালো ছিল না। তাই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, বুধবার পৌনে ৩টার দিকে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি টিনসেড বাড়ি দেবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এমএম/বিএ/আরআইপি