বঙ্গবন্ধুর জন্মদিনে ৬০ হাজার মিলাদ মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ (শুক্রবার) দেশব্যাপী ৬০ হাজার মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কুরআন শিক্ষার মোট ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্রে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে শুক্রবার সকালে এ কর্মসূচি পালিত হবে ইসলামিক মিশনের আওতায় ১৯টি ইবতেদায়ি মাদ্রাসা ও ৩৯৫টি মক্তবে।
একই দিন গণশিক্ষা প্রকল্পের সকল কেন্দ্রে সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের র্যা লি, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, হামদ-নাত, গজল, কবিতা আবৃত্তিসহ মিলাদ-কিয়াম, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এদিকে, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এতে মিলাদ ও মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।
এমএ/এমএমএ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা