ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৫ মার্চ ২০১৭

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত।

ff

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের ভয়াবহতা বেশি। ইউনিট বাড়ানো হতে পারে। রাত ৩টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ff

স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বস্তিতে বেশিরভাগ ঘরই টিনের হওয়ায় সহজেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ff

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বরও কড়াইল বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় সাড়ে ৪শ’ ঘর পুড়ে যায়।



তারও আগে একই বছরের গত ১৪ মার্চ ঢাকার এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় অর্ধশত ঘর পুড়ে যায়।


ভিডিও- নাঈম আল জিকো, স্টাফ রিপোর্টার, বৈশাখী টেলিভিশন।

এআর/বিএ

আরও পড়ুন